দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামাফোসা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রো 'ফরেন পলিসি' ম্যাগাজিনে এক নিবন্ধে এই ঘোষণা দিয়েছেন। তারা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর দায়মুক্তির অবসানের আহ্বান জানিয়েছেন।
এ খবর ছাড়াও ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ-বিভাগের শক্তিশালী অগ্রযাত্রা অব্যাহত থাকা, সুদানে সংঘাত বৃদ্ধি, ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে বাক-বিতণ্ডায় ভরপুর বৈঠকের পর ব্রাসেলস-ওয়াশিংটন সম্পর্কে ফাটল বৃদ্ধি সাম্প্রতিক সময়ের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর যা সংক্ষেপে এখানে তুলে ধরছি:
আমেরিকাকে জোরালো কয়েকটি চড় মেরেছি: ইরানি নৌ-কমান্ডার
আইআরজিসির নৌ-শাখা বা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ-বিভাগের কমান্ডার আলীরেজা তাঙ্গসিরি গতকাল (শনিবার) রাতে বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে ইসলামী ইরান মার্কিন সরকার ও তার মিত্রদের গালে বেশ জোরালো চড় মারতে সক্ষম হয়েছে।
তিনি এ প্রসঙ্গে ইরানের পানি-সীমা লঙ্ঘনকারী ব্রিটেনের দশ নাবিককে গ্রেফতার এবং কয়েকটি ইরানি তেল-ট্যাংকার ফিরিয়ে আনার ঘটনা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, এইসব ঘটনা ইসলামী এই দেশটির শক্তিমত্তা ও ইরানি জাতির জন্য গর্বের বিষয়। আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় এই বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন।
কমোডোর (ব্রিগেডিয়ার জেনারেলের সমপর্যায়ের পদ) তাঙ্গসিরি বলেছেন, ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ-শাখা বিদেশী নির্ভরতা থেকে পুরোপুরি মুক্ত; এই বাহিনী বিজ্ঞান-গবেষণা-ভিত্তিক প্রতিষ্ঠান ও নিজস্ব বিশেষজ্ঞদের নানা সক্ষমতার সুবাদে এতই শক্তিশালী যে তারা যে কোনো হুমকির খুব কঠোর জবাব দিতে প্রস্তুত।
ইসরাইলের জন্য ট্রাম্পের পুরস্কার আরও ১২০০ কোটি ডলার মূল্যের হাতিয়ার!
মার্কিন সরকার দখলদার ইহুদিবাদী ইসরাইলকে দ্রুত সামরিক সহায়তা দেয়ার অংশ হিসেবে আরও ৪০০ কোটি ডলার মূল্যের অস্ত্র দিবে বলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও খবর দিয়েছেন। ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে গণহত্যায় অভিযুক্ত ইহুদিবাদী সরকারকে ১২০০ কোটি ডলার মূল্যের অস্ত্র দিতে সম্মত হয়েছে।
ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর ব্রাসেলস-ওয়াশিংটন সম্পর্কে ফাটল বৃদ্ধি
ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে বাক-বিতণ্ডায় ভরপুর বৈঠকের পর ব্রাসেলস-ওয়াশিংটন সম্পর্কে ফাটল বৃদ্ধি পেয়েছে। ওই বৈঠকের পর বেশিরভাগ ইউরোপীয় নেতা ইউক্রেনের প্রতি সমর্থন ঘোষণা করেছেন। আজ রোববার ইউরোপের প্রায় ১৫ জন নেতা লন্ডনে এক সমাবেশে মিলিত হবেন ইউক্রেন সম্পর্কে তাদের তৎপরতা এগিয়ে নিতে। ইউরোপীয় জোটের পররাষ্ট্র বিভাগের প্রধান কায়া কালাস বলেছেন, মুক্ত বিশ্বের জন্য নতুন নেতৃত্ব জরুরি।
সুদানে সংঘাত জোরদার
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে সুদানের সরকারি সেনারা আজ খুব ভোরে পূর্ব নীল-নদ অঞ্চল ও আলআবিয়াদ অঞ্চলের উত্তরে র্যাপিড সাপোর্ট ফোর্সের সেনা অবস্থানে ভারি কামানের গোলা বর্ষণ করেছে। এর আগে রাজধানী খার্তুমের প্রেসিডেন্সিয়াল দপ্তরের আশপাশে সংঘর্ষ জোরদারের খবর এসেছে। #
Your Comment